বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সব সেশনের পরীক্ষা দ্রুত নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে পলিটেকনিক ও মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দূপুরে মৌভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মৌলভীবাজার পলিটকনিক ইনস্টিটিউটের ৪র্থ পর্বের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী জামির আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী ছাব্বির আহমদ, নুরুল আহমদ, খোকন আহমদ, রিপন আহমদ ও ফাহমিদা আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন, পলিটেকনিকের সেশনজট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাতে-কলমে ক্লাস ছাড়া শিক্ষার্থীরা পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। সকল পর্বের ক্লাসের ব্যবস্থা করা যদি অনলাইন ক্লাস করানো হয় সেক্ষেত্রে নেট বিল প্রদান করতে হবে। থিওরি পরীক্ষাগুলো অটোপাশ দিয়ে প্রাকটিক্যাল পরীক্ষাগুলো শর্ট সিলেবাসে নিতে হবে। পূর্ববর্তী সেমিস্টারের রেফার্ড পরীক্ষাগুলো বিবেচনায় এনে সবাইকে উত্তীর্ণ দিতে হবে।
মনববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবরে ৮ দফা দাবি উল্লেখ করে একটি স্মারকলিপি দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।