Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে ব্রিজের দাবীতে মানববন্ধন

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ৫:২৯ পিএম

আড়িয়াল খাঁ নদের ওপর লঞ্চঘাট এলাকায় একটি ব্রিজ না থাকায় দুর্ভোগে পড়েছেন মাদারীপুর সদর উপজেলার পাচখোলা,কালিকাপুর,ছিলারচরসহ ২০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ। বিচ্ছিন্ন জীবনযাপন করছে স্থানীয়রা। তাই দুর্ভোগ থেকে রক্ষা পেতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার সকালে প্রায় ২ঘন্টা ব্যাপি আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ । মানববন্ধনে বক্তারা দাবী করেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও এর কোন সমাধান পাচ্ছে না তারা। এলাকার মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী, রোগীসহ সব ধরনের মানুষকে।

এ অবস্থায় এলাকার ভুক্তভোগী আবাল-বৃদ্ধ-বনিতাসহ হাজারো মানুষ তাদের দাবি পূরণের নদীর তীরে দাঁড়িয়ে মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধনকালে বক্তব্য রাখেন পাঁচখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রশিদ গৌড়া, টুকু মোল্লা, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, সালাউদ্দিন টুকু গৌড়া, লিটন হাওলাদার, মিরাজ তালুকদারসহ এলাকাবাসী।

বক্তারা বলেন, একটি ব্রিজের অভাবে এই অঞ্চলের ২০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ বিচ্ছিন্ন জীবনযাপন করছে। দীর্ঘদিন ধরে ব্রিজের দাবিতে আন্দোলন করেও সমাধান পাচ্ছেনা এলাকাবাসী। ফলে তারা বিচ্ছিন্ন জীবন যাপন করছেন। নদী পাড়াপারের একমাত্র মাধ্যম নৌকা সবসময় পাওয়া যায় না। নদীর এক পাড়ের মানুষ জরুরি প্রয়োজনেও সহজে অপর পাড়ে যেতে পারছে না। এতে করে প্রতিনিয়ত শিক্ষার্থী, রোগীসহ সব ধরনের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান বক্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ