Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে তিন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ২:৪৭ পিএম

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় নদী থেকে ৩৪ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬ কেজি মা ইলিশ জব্দ করা হয়। বুধবার সকালে মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, সকালে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে জেলেরা ইলিশ ধরার সময় অভিযান চালানো হয়। এ সময় তিন জেলেকে আটক ককরা হয়। তাদের মধ্যে দুইজনকে এক মাস করে কারাদÐ ও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নদী থেকে ৩৪ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬ কেজি ইলিশ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দ করা জালগুলো সুগন্ধা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলেন। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ