বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিশু মাহিদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে তার গ্রামবাসী।
বুধবার সকাল সাড়ে ১০ টায় শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বারাশিয়া বরুনাতৈল ও বরই গ্রামের শতাধীক মহিলা পুরুষ অংশ গ্রহন করে। এ সময় বক্তব্য রাখেন মাহিদের মা মর্জিনা বেগম, বাবা মজিরুল মোল্ল্যা, প্রতিবেশি সালাউদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাহিদের হত্যার সাথে জড়িতদের সর্বচ্চো শাস্তির দাবি জানান। যাতে আর কোন বাবা মায়ের কোল খালি না হয়।
উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে ৭ অক্টোবর দুপুরে প্রতিবেশি রোহান হনুমান দেখানোর কথা বলে সাত বছরের মাহিদকে পাশের নবগঙ্গা নদীতে তালের ডুঙ্গার সাথে বেধে জীবন্ত ডুবিয়ে হত্যা করে। পুলিশ আসলাম ও ছেলে রোহানের স্বীকারোক্তি অনুযায়ী ৫ দিন পর ডুবুরি দিয়ে তল্লাশী চালিয়ে শিশু মাহিদের লাশ গলিত লাশ উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।