বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শ্বাসরো করে এক নববধূকে হত্যার অভিযোগে শাশুড়িকে আটক করেছে পুলিশ। উপজেলার বাহাদুরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন জানান, ভাবনা খাতুন (২৩) নামে এই গৃহবধূকে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে হত্যা করা হয় বলে পুলিশ অভিযোগ পেয়েছে। ভাবনা খাতুন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুরদৌলতপুর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর গ্রামের নজরুল ইসলাম আকালীর মেয়ে তিনি।
স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্কের পর ১৫ দিন আগে তারা নিজেদের পছন্দমত বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে দুপুরে শাশুড়ি ঝরনা খাতুনের সঙ্গে তার বাগবিতÐা হয়। এ সময় তাকে সবার সামনে গলা টিপে হত্যা করা হয়। পরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। এসআই জাহাঙ্গীর বলেন, সন্ধা সাড়ে ৭টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ঝরনাকে আটক করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।