Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুয়াড়ির এসিডে দ্বগ্ধ স্ত্রী-শাশুড়ি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ১২:১৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়াড়ি স্বামীর নিক্ষিপ্ত এসিডে স্ত্রী ও শাশুড়ি দ্বগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে আখাউড়া উপজেলার তন্তর ভাটিমাটা গ্রামে এ ঘটনা ঘটে। এসিড দ্বগ্ধ এক সন্তানের জননী চন্দনা রানী পাল ও তার মা পুতুল রানীকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এসিডে দ্বগ্ধ গৃহবধূর স্বজনরা জানান, প্রায় দশ বছর আগে ঢাকার তাঁতি বাজার এলাকার নিতাই পালের ছেলে আনন্দ পালের সাথে ভাটিমাটা গ্রামের কালিপদ পালের মেয়ে চন্দনা পালের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জুয়াড়ি স্বামী টাকার জন্য প্রায়ই তাকে মারধর করত। নির্যাতন সইতে না পেরে এক বছর আগে সে বাবার বাড়ি ভাটিমাটা গ্রামে চলে আসে। শুক্রবার দুপুরে আনন্দ পাল শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে জোরপূর্বক নিয়ে যেতে চায়। এতে অস্বীকৃতি জানালে আনন্দ পাল ক্ষুব্ধ হয়ে স্ত্রী ও শাশুড়িকে এসিড নিক্ষেপ করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হয়। এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।



 

Show all comments
  • Shahnoor Alam Bhuiyan ২০ মার্চ, ২০২১, ৯:২৫ পিএম says : 0
    ভাটিমাটা হবে না, গ্রামের নাম হবে ভাটামাটা...। কারন, আমি অই এলাকারই সন্তান...।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসিডে-দ্বগ্ধ স্ত্রী-শাশুড়ি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ