প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বহুল আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরিমণি বিয়ে করে সংসারী হয়েছেন। সামনে মা হতে চলেছেন। এখন শ্বশুর বাড়িতেই থাকেন। শাশুড়ি জাহানারা বেগম পরিমণির আদর-যত্নে মুগ্ধ। জাহানারা বেগম বলেন, আমার পুত্রবধূ (পরীমণি) আমাকে নিজের হাতে রান্না করে খাওয়ায়। আম্মু বলে ডাক দেয়, আদর-যত্ন করে আবার অনেক খেয়ালও রাখে। এক কথায় সে অনেক ভালো। আমিও তার অনেক খেয়াল রাখি। তিনি বলেন, পরীর হাতের গরুর মাংস ও চিংড়ি মাছ আমার অনেক প্রিয়। সে অন্য নায়িকাদের মতো না। ওকে পূত্রবধু হিসেবে পেয়ে আমি দারুণ খুশি। উল্লেখ্য, গতকাল মুক্তি পেয়েছে পরীমণি ও রাজ অভিনীত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা গুণিন। এই সিনেমা করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। গত বছর তারা বিয়ে করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।