Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শাশুড়ির এসিডে ঝলসাল পুত্রবধূ ও নাতনী

মাদারীপুর জেলা ও রাজৈর উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে রোববার গভীর রাতে শাশুড়ীর নিক্ষিপ্ত এসিডে ঝলসে গেছে পুত্রবধূ ও নাতনী। সোমবার এসিডের শিকার দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার পর শাশুড়ি গীতা মন্ডল পলাতক রয়েছে ।
জানা যায়, রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে পারিবারিক কলহের জের ধরে রোববার গভীর রাতে শাশুড়ী গীতা মন্ডল ঘুমন্ত অবস্থায় ছেলের বউ সমাপ্তি (২১) ও ৬ মাস বয়সী নাতনী ¯িœগ্ধাকে লক্ষ করে এসিড নিক্ষেপ করে। এ সময় সমাপ্তি মন্ডল ও শিশু কন্যা ¯িœগ্ধা এসিডের শিকার হয়। পরে তাদের দুই জনকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে সমাপ্তির শাশুড়ী গীতা মন্ডল পলাতক রয়েছে।
এ ব্যাপারে এসিডের শিকার সমাপ্তির স্বামী মিল্টন মন্ডল বলেন, যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি তাকে নিয়ে কোন মন্তব্য করতে চাই না।
রাজৈর থানার ওসি মো. শাহজাহান জানান, এসিড নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আমরাও জেনেছি মিল্টনের মা গীতা মন্ডল এ ঘটনা ঘটিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাশুড়ির এসিড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ