Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপিবিরোধী মঞ্চের নেতৃত্বে ফারুক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম


জম্মু-কাশ্মীরে বিজেপিবিরোধী মঞ্চ পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশনের (পিএজিডি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতির বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বিত এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেয়া হয়। জম্মু-কাশ্মীরের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বর্ষীয়ান রাজনীতিবিদ ফারুক আবদুল্লাহ বলেন, পিপলস অ্যালায়েন্স বিজেপিবিরোধী মঞ্চ, জাতীয়তাবিরোধী মঞ্চ নয়। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, ৩৭০ ধারা বাতিল করে দিয়ে এবং জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে বিজেপি ফেডারেল কাঠামো ভেঙেছে। আমরা গত বছরের ৫ আগস্ট দেখেছি তারা কী ন্যক্কারজনক কাজ করেছিল। ওরা দেশের সংবিধানকে তছনছ করে দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে। তিনি আরো বলেন, বিজেপির পক্ষ থেকে মিথ্যে প্রচার করা হচ্ছে যে পিএজিডি দেশবিরোধী। কিন্তু আমি আপনাদের বলতে চাই, এটি সত্যি নয়। কোনো সন্দেহ নেই যে এটি বিজেপিবিরোধী তবে এটি জাতীয়তাবিরোধী নয়। আমাদের লক্ষ্য জম্মু, কাশ্মীর ও লাদাখের জনগণের অধিকার পুনরুদ্ধার ও নিশ্চিত করা। এর চেয়ে আমাদের বেশি লড়াই নয়। ওরা জম্মু, কাশ্মীর ও লাদাখের লোকদের ধর্মের নামে ভাগ করার চেষ্টা করছে কিন্তু এ প্রয়াসে তারা সফল হতে পারবে না। এটি কোনো ধর্মীয় যুদ্ধ নয়। বরং এটি আমাদের পরিচিতির লড়াই। এ পরিচিতির জন্যই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি। শনিবার পিডিপি নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ঘোষণা দেন, জম্মু-কাশ্মীরের নিজস্ব পতাকা বহালের আগে তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন না। এ মন্তব্যের জেরে ভারতের রাজনৈতিক মহলে বেশ উত্তেজনা দেখা দেয়। মেহবুবা মুফতির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ উত্থাপনের দাবি জানায় বিজেপি। পিএজিডি মুখপাত্র ও পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ গণি লোন বলেন, জোটের প্রতীক হবে প‚র্ববর্তী জম্মু ও কাশ্মীরের পতাকা। পিএজিডি ৩৭০ ধারা অপসারণের পর গত এক বছরের শাসনামলের বিষয়ে এক মাসের মধ্যে একটি শ্বেতপত্র প্রকাশ করবে। ওই শ্বেতপত্রটি শব্দের জাল হবে না বরং এটি রাজ্যের মানুষের পরিস্থিতি বিবেচনা করে তথ্যের ভিত্তিতে তৈরি হবে। কেবল জম্মু ও কাশ্মীরেই কী দুর্নীতি হয়েছে তার সত্যতা শ্বেতপত্রে প্রকাশ করা হবে। বৈঠকে আরো সিদ্ধান্ত নেয়া হয়েছে যে জোটের পরবর্তী বৈঠক ১৫ দিন পরে জম্মুতে অনুষ্ঠিত হবে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফারুক

১১ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ