মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের ইকোনমিক নেট-এর প্রধান সম্পাদক এবং সেদেশের সংবাদপত্র সম্পাদক সমিতির ভাইস-চেয়ারম্যান তাহির ফারুক সিএমজি-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, চীনের সদস্যসমাপ্ত ‘দুই অধিবেশন’ অত্যন্ত সফল হয়েছে।
তিনি বলেন, দুই অধিবেশনে চীনের ভবিষ্যতের রাজনীতি ও অর্থনীতির উন্নয়ন-পরিকল্পনা গৃহীত হয়েছে। দুই অধিবেশন বিশ্বের সামনে শান্তিপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টান্তও স্থাপন করেছে। ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাবের সবচেয়ে চমত্কার দিক হচ্ছে চীন শুধু নিজের সমৃদ্ধির জন্য কাজ করছে না, বরং অংশগ্রহণকারী দেশগুলোর সমৃদ্ধির জন্যও কাজ করছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, চীনের সরকারি-কার্যবিবরণীতে উচ্চ গুণগত মানের ‘এক অঞ্চল, এক পথ’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই উদ্যোগ বিশ্বের সমৃদ্ধি এবং যৌথভাবে মানবজাতির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। এটি বিশ্বে শান্তি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরও বলেন, ‘এক অঞ্চল, এক পথ’-এর প্রধান প্রকল্প চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের গুরুত্ব অপরিসীম। বিগত ৯ বছরে, এ করিডোরের কাঠামোতে, পাকিস্তানে বহু অবকাঠামো নির্মিত হয়েছে, যা স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে চলেছে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।