পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সউদী আরব মহানবী মুহাম্মদ (স.)-এর আপত্তিকর কার্টুন পুনঃপ্রকাশের নিন্দা করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ একথা জানিয়েছে।
সউদী আরব অপরাধী নির্বিশেষে যে কোনও সন্ত্রাসী কাজের তীব্র নিন্দা এবং সম্মান, সহনশীলতা এবং শান্তি প্রচারের জন্য বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক স্বাধীনতার আহ্বান জানিয়েছে।
একজন ইতিহাসের শিক্ষক তার ক্লাসে শিক্ষার্থীদের বাক-স্বাধীনতার পাঠ দিতে গিয়ে মহানবী (স.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রচারের পর চেচেন বংশোদ্ভূত এক ফরাসী ছাত্র ১৬ অক্টোবর তাকে হত্যা করে। এর প্রতিক্রিয়ায় ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ইসলামপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেন।
কিন্তু তার এ মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেখা গেছে, সপ্তাহান্তে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো বিশেষ করে সিরিয়ায় ম্যাখোঁর ছবি পোড়ানো হয় এবং লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাসিন্দারা ফরাসী পতাকায় আগুন দিয়েছে। সূত্র : আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।