Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ১১:২৮ এএম

লক্ষ্মীপুর চররমনী মোহন ইউনিয়নে তুচ্ছ ঘটনা নিয়ে সোহেল নামীয় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬অক্টোবর) রাত ৯টায় জেলা সদরের চররমনী মোহন ইউনিয়নে মজু চৌধুরীর হাটে মোহন ডাক্তারের বাড়ির দক্ষিন পার্শ্বে বেড়ীর ওপর এ ঘটনা ঘটে।

নিহত সোহেল চররমনী মোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাইন বাড়ীর স্বপন গাইনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বিয়ে বাড়ীতে গায়ে হলুদ অনুষ্ঠানে নাচ-গান নিয়ে তুচ্ছ ঘটনা ঘটে। ঘটনারদিন সন্ধ্যায় সোহেল মজুচৌধূরীর হাট থেকে বাজার সদাই করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা গতিরোধ করে এ হামলার ঘটনা ঘটায়। মারপিটে একপর্যায়ে সোহেল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে যায়। এ সময় তার সাথে থাকা দেলোয়ার, বাচ্ছু ও সজিব ছিল হামলাকারিদের মারধরে তারাও আহত হয়।

প্রত্যক্ষদর্শী মোঃ বাচ্ছু জানান, দূর্বৃত্তদের হামলায় সোহেল গুরুত্বর জখমপ্রাপ্ত হয়। অাহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে অবস্থার অবন্নতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

সোহেলের লাশ বর্তমানে সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারের লক্ষ্মীপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিটিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ