Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে বিএনপি’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ৩:৩৩ পিএম

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ এবং ঘোষিত ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে বিএনপি’র মানববন্ধন পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশ এতে বাঁধা দেয়। পরে রাস্তায় বের হতে না পেরে দলীয় কার্যালয় চত্বরে মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ মেলেটারী, সিনিয়র সহ-সভাপতি সোলায়মান আলী, উপজেলা যুবদলের সভাপতি এরশাদুল হাবীব নয়ন প্রমুখ।
বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন করার চেষ্টা করলেও পুলিশ এসে তাতে বাঁধা দেয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ