Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবের হাত-পা বেঁধে ডাকাতি

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মা-মেয়ের হাত-পা বেধে দূর্ধর্ষ ডাকাতি। গতকাল রোববার ভোর রাত তিনটায় ছেংগারচর পৌরসভার সিকিরচর গ্রামের সরকার বাড়িতে সশস্ত্র ডাকাতদল ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটায়। ডাকাতরা বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে হাত-পা বেঁধে লুট করে নেয় নগদ দেড় লাখ টাকা, তিনটি মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল।
ভুক্তভোগী মাহফুজা বেগম আহাজারি করে জানান, এদিন রাতে আমার স্বামী সাদেক সরকার ও মেয়ে আকলিমাসহ দোচালা ঘরে ঘুমিয়ে ছিলাম। ছেলে, বৌ, নাতি-নাতনীরা একটি অনুষ্ঠানে যাওয়ায় চৌচালা ঘরটি ফাঁকা ছিলো। রাত তিনটায় হঠাৎ বিকট আওয়াজ শুনে মেয়ে আকলিমা লাইট জ্বালিয়ে দরজা খুললে ডাকাতদল গলায় চাপাতি ধরে ডাক-চিৎকার করতে বাধা দেয়। এবং চিৎকার করলে ধর্ষণের হুমকি দেয়। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, ঘটনাটি জেনেছি। টিম কাজ করছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ