বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মা-মেয়ের হাত-পা বেঁধে দুধর্ষ ডাকাতি। রোববার (১৮ অক্টোবর) ভোর রাত তিনটায় ছেংগারচর পৌরসভার সিকিরচর গ্রামের সরকার বাড়িতে (বেরিবাধের ভেতরে) একটি সশস্ত্র ডাকাতদল ঘন্টাব্যাপী এ ঘটনা ঘটায়। ডাকাতেরা বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে হাত-পা বেঁধে লুট করে নেয় নগদ দেড় লাখ টাকা, তিনটি মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল।
ভুক্তিভোগি মাহফুজা বেগম আহাজারি করে জানান, ‘এদিন রাতে আমার স্বামী সাদেক সরকার ও মেয়ে আকলিমা সহ আমরা দোচালা ঘরে ঘুমিয়ে ছিলাম। আমার ছেলে,বৌ, নাতি-নাতনীরা একটি অনুষ্ঠানে যাওয়ায় চৌচালা ঘরটি ফাঁকা ছিলো’।
‘রাত তিনটায় হঠাৎ বিকট আওয়াজ শুনে আমার মেয়ে আকলিমা লাইট জ্বালিয়ে দরজা খুললে ডাকাতদল গলায় চাপাতি ধরে ডাক-চিৎকার করতে বাধা দেয়। এবং চিৎকার করলে ধর্ষণের হুমকি দেয়’। ডাকাতদলের একজন বলে ওঠে, ‘মুরুব্বী (সাদেক সরকার) ভালো মানুষ, ওনারে কিছু করার দরকার নাই’।
স্থানীয়রা জানান, এ ঘটনা দূরের কোন মানুষের হতে পারে না। কারণ ওরা (ডাকাতেরা) জানত যে বাড়িতে কেউ নেই। এ সুযোগ কাজে লাগিয়ে এ ঘটনা তারা ঘটিয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, ঘটনাটি আমরা জেনেছি। আমাদের টিম কাজ করছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।