Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির হাতে আ.লীগ কর্মী খুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ৯:৩৫ এএম

বাড়ী ফেরার পথে শনিবার (১৭ অক্টোবর) রাতে গাড়ি থেকে নামিয়ে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা। পাবনার আটঘরিয়ায় এলাকার চান্দাই বিল পাড়ে মকবুল হোসেন (৪২) নামের ওই আওয়ামী লীগ কর্মীকে খুন করা হয়।

নিহত মকবুল হোসেন আটঘরিয়া উপজেলার যাত্রাপুর গ্রামের রইজ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন।

এ সময় তার সঙ্গে থাকা আলাউদ্দিন ওরফে আলম (৪২) নামের এক যুবককেও সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। আহত আলম যাত্রাপুর গ্রামের চাঁদ মোল্লার ছেলে।

চরমপন্থীরা ওই দুই যুবককে গাড়ি থেকে জোর করে নামিয়ে এনে কুপিয়ে ফেলে রেখে যায়। এলাকার আধিপত্য নিয়ে বিরোধে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের চাচাতো ভাই আব্দুল মতীন জানান, শনিবার সন্ধ্যায় তারা ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা হাট থেকে বাড়ি ফিরছিলেন। রাতে তারা চাঁন্দাই বিলের কাছে আসার পর সন্ত্রাসীরা তাদের বহনকারী গাড়ি থেকে জোর করে নামিয়ে নিয়ে আসে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

ঘটনাস্থলেই মকবুল মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত আলমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থাও আশংকাজনক বলে চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান।

আহত আলমের ভাই বাকী ও ছেলে আজিজুল জানান, নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।

আটঘরিয়া থানার ওসি (তদন্ত) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মকবুলের মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ