Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সাতক্ষীরা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ৫:২৭ পিএম

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।
সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, দফায় দফায় মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ চালুর জন্য কর্তৃপক্ষ আশ্বস্ত করলেও তারা জরুরী বিভাগ চালু করেনি। সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর ইন্টার্ন চিকিৎসকরা জরুরী বিভাগ চালুর দাবিতে কর্মবিরতিতে যায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সাজর্ন ও ইন্টার্ন চিকিৎসক

প্রতিনিধিদের উপস্থিতিতে সাত দিনের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ চালুর ঘোষনা দেন। ১১ অক্টোবর সাতক্ষীরা মেডিকেলের জরুরী বিভাগ চালুর জন্য তারিখ ঘোষনা করা হয় তবে চালু করা হয়নি। এরই প্রেক্ষিতে যতদিন পর্যন্ত জরুরী বিভাগ চালু না করবে ততদিন পর্যন্ত আমরা ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকবো। পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। এ বষিয়ে আমরা প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রফিকুল ইসলাম মেহেদী, নয়ন চন্দ্র হালদার, তৃনা মন্ডল, তানজিনা সুলতানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মবিরতি

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ