গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর খিলক্ষেত এলাকায় জনি মিয়া (২৪) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত পৌনে ৪টার দিকে খিলক্ষেতের মাস্তুল এলাকার একটি বালুর গদি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জনি ওই বালুর গদির ম্যানেজার ছিলেন বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এক ভাই তিন বোনের মধ্যে সবার বড় ছিলেন জনি। একমাস আগেই বিয়ে করেছেন।
খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। থানায় নিহতের পরিবার এসেছে। তাদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।