Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিপিইর বৈশ্বিক চাহিদায় চাঙ্গা চীনের রফতানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

অন্য যেকোনো দেশের চেয়ে আগে কারখানা খুলতে পারার পাশাপাশি করোনা মোকাবেলায় প্রয়োজনীয় বিপুল পরিমাণ পণ্য সরবরাহের সক্ষমতা বৈশ্বিকভাবে চীনের রফতানি খাতকে লাভবান করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী করোনা মোকাবেলায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) চাহিদা বৃদ্ধি আগস্টে চাঙ্গা করেছে চীনের রফতানি খাত। গবেষণা প্রতিষ্ঠান টিএস লোবার্ডের অর্থনীতিবিদ রোরি গ্রিন বলেন, চলতি বছরের আগস্টে গত বছরের একই সময়ের তুলনায় চীনের বহির্মুখী পণ্যপ্রবাহ বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫ শতাংশ। এক্ষেত্রে সারা বিশ্বে লকডাউনের বিপরীতে চীনের কারখানা কার্যক্রম চালু থাকা এবং চীন থেকে চিকিৎসাসামগ্রী আমদানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক রেহাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের দাপ্তরিক উপাত্ত অনুযায়ী, ফেস মাস্কসহ টেক্সটাইল শ্রেণীতে চলতি বছরের প্রথম আট মাসে চীন থেকে দেশটিতে রফতানি বৃদ্ধি পেয়েছে ১৫৬ শতাংশ। এ শ্রেণীতে অন্য পণ্যকে ছাপিয়ে কাপড়ের তৈরি মাস্ক রফতানি বেড়েছে ৪৬৫ শতাংশ। ওয়েস্টার্ন মেডিকেল কনসাল্টিং অ্যান্ড সাপ্লাইজ এলএলসির প্রেসিডেন্ট স্কট রেইন বলেন, মহামারীর কারণে হঠাৎ করেই তিনি যুক্তরাষ্ট্রে চীনা চিকিৎসাসামগ্রী রফতানির ব্যবসা শুরু করেছেন। বিশেষ করে এ সময়ে যুক্তরাষ্ট্রে পিপিইর ব্যাপক সংকটের প্রেক্ষাপটে তার কোম্পানি চীন থেকে ৪০ লাখ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও অন্য ব্যক্তিগত পণ্য কিনতে সক্ষম হয়। এসব পণ্যের অধিকাংশই তিনি সরাসরি হাসপাতালে বিক্রি করেছেন। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ