রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
করোনা ভীতি উপেক্ষা করে লাখো নারী পুরুষের উপস্থিতিতে মাগুরা গড়াই নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ১৩টি নৌকাবাইচ অংশ নেয়। গড়াই নদীর দুই পাড়ে নৌকাবাইচ উপলক্ষে হাজারো মানুষের উপস্থিতিতে মেলা জমে ওঠেছে। ৩ দিনব্যাপী মেলায় সব বয়সি মানুষের আগমন ঘটেছে। গত শনিবার বিকেলে মাগুরা শ্রীপুর আন্তঃ ইউনিয়ন আছাদুজ্জামান স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা গড়াই সেতু মাগুরার ওয়াবদা এলাকায় গড়াই নদীতে অনুষ্টিত হয়।
আয়োজক কমিটির আহবায়ক নাকোল ইউনিয়নের চেয়ারম্যান শ্রীপুর থানা আ.লীগের সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর। এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান প্রমুখ। নৌকাবাইচে প্রথম স্থান গয়েশপুর, দ্বিতীয় স্থান কামারখালী ও ৩য় স্থান কছুন্দি ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, সন্ত্রাস ও মাদক মুক্ত করতে সুস্থ বিনোদন, ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার কোনো বিকল্প নেই তাই প্রতি বছর এই দিনে নৌকাবাইচ প্রতিযোগিতা করারও ঘোষনা দেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে সঠিক পথে ধরে রাখতে খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর আহবানে দেশে খেলাধুলার যেমন চর্চা হচ্ছে তেমনি আসছে সফলতাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।