Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় নৌকাবাইচ সমাপ্ত

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : প্রতি বছরের মতো এবারও লক্ষ্মীপূজা বিসর্জন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ দিনব্যাপী শত বছরের নৌকাবাইচ প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাইচের সমপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, অন্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান, আইসি মো: জহুরুল ইসলাম, চেয়ারম্যান মাইকেল ওঝা, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কলেজ সংসদের ভিপি মাইনুল ইসলাম রিমোসহ অন্য ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার কলাবাড়ী ইউনিয়নে কালিগঙ্গা নদীতে রবিবার থেকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ শুরু হয়। বাইচ উপলক্ষে নদীর পাড়ে বসে লক্ষ মানুষের আনন্দ মেলা। এ বাইচ ও মেলাকে ঘিরে ঐ এলাকার মানুষের মধ্যে বিরাজ করছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটালীপাড়ায় নৌকাবাইচ সমাপ্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ