Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায কলেজ পড়–য়া মেধাবি শিক্ষার্থী সামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সামিম দাড়িয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারী নেত্রী কৌশল্যা বাগচী, রুবি বিশ্বাস, বেবি রহমান, জেরিন খাঁন। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে বিক্ষোভ সমাবেশ করে। মানববন্ধনে শিক্ষীর্থীরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। এমনকি দ্রুত সামিয়া হত্যাকারিদের গ্রেফতার করে ফাঁসিরও দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন তারা। নিহত সামিয়া আক্তার ডাসার শেখ হাসিনা উইমেন্স কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিলেন। গত ৩ অক্টোবর বিকেলে ডহরপাড়া গ্রামে তাদের বাড়ির ভবনের দোতলার একটি রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সামিয়ার মা শিখা বেগম বাদী হয়ে ছোট দক্ষিণপাড় গ্রামের সজল হাজরা, স্বপ্না আক্তার মিনি, আবুল হাওলাদার, হাসিবুর রহমান ও আরাফাত জুবায়েরকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও পুলিশ আসামিদের গ্রেফতারে না করায় তারা এ মানববন্ধন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ