Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

দেবীদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ৪:৩৪ পিএম

‘ধর্ষণ মুক্ত সমাজ চাই, ধর্ষণের বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও রোববার দুপুরে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-সিলেট মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন-দেশে বিরাজমান নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা, বলাৎকারের ঘটনা ব্যাপক হারে বেড়েই চলছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দেশে আইনের সু-শাসন প্রতিষ্ঠাসহ ধর্ষকদের ফাঁসি অথবা প্রকাশ্যে গুলি করে হত্যা করার আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ