মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে মরক্কোয় বাড়ছে চরম দারিদ্র্যতা। অথচ এর মধ্যেই ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের কাছে বিলাসবহুল প্রাসাদ কিনলেন মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। ৮০০ কোটি টাকার প্রাসাদ ভবনটি এর আগে সৌদি রাজপরিবারের মালিকানায় ছিল।
বিবিসি জানিয়েছে, ম্যানশনটিতে ১২টি বেডরুম, একটি সুইমিং পুল, একটি গেমস রুম, একটি প্রাইভেট গার্ডেন ও প্রাইভেট পার্কিং রয়েছে। বিশ্বের ধনী রাজপরিবারের সদস্যদের তালিকায় অনেকটাই শীর্ষে রয়েছেন বাদশাহ মোহাম্মদ ষষ্ঠ। এমনকি তার সম্পদের পরিমাণ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের চেয়ে ১০ গুণ বেশি।
এদিকে এমন এক সময় বিলাসবহুল ওই ম্যানশনটি কিনলে মরকোর বাদশাহ যখন দেশটির অর্থনীতি করোনাভাইরাসের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মহামারির কারণে দেশটির অর্থনীতি ৬ শতাংশ সংকুচিত হয়েছে বলে খবরে বলা হয়েছে।
তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় গত আগস্টে প্রণোদনা ঘোষণা করেন বাদশাহ মোহাম্মদ ষষ্ঠ। এই মহামারি থেকে অর্থনীতিকে বাঁচাতে সে সময় তিনি ১২০ বিলিয়ন দিরহাম (৩২ বিলিয়ন ডলার) প্রণোদনা ঘোষণা করেন।
বলা হচ্ছে, বাদশাহ ষষ্ঠ মোহাম্মদকে মরক্কোর মানুষ রাজনীতির ঊর্ধ্বে বিবেচনা করে থাকনে। দেশটির সেনাবাহিনীও তার প্রতি অনুগত বলে খবরে প্রকাশ। এ ছাড়া সৌদির বর্তমান রাজপরিবারের সঙ্গেও তার সখ্য থাকায় প্রায়ই দেশটিতে অবকাশ যাপনে যান সৌদি রাজা সালমান ও তার পরিবারের লোকজন। সূত্র : আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।