Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাইল্যান্ডে বাস-ট্রেন ভয়াবহ সংঘর্ষ : নিহত ১৭, আহত ২৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:৫১ পিএম

থাইল্যান্ডে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে প্রায় ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী। বাসে মোট ৬৫ জন যাত্রী ছিলেন। রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে রাজধানী ব্যাংককের প্রায় ৫০ কিলোমিটার পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান।
জেলা চিফ অফিসার প্রথুয়েং ইউকাসেম থাইল্যান্ডের পিবিএস টিভিকে জানান, “এখন পর্যন্ত আমরা ১৭ জনের মৃত্যুর খবর পেয়েছি।” রাজ্য সরকারের গভর্নর মৈত্রী তিতিলানন্দ সাংবাদিকদের বলেন, এই ঘটনায় প্রায় ২৯ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসের যাত্রীরা শাছোয়েনগসাও রাজ্যের একটি বৌদ্ধ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিতে যাচ্ছিলেন। ঘটনাস্থলের উদ্ধারকর্মীদের দ্বারা প্রকাশিত ছবিতে দেখা গেছে, ট্রেনের লাইনে মানুষের বিচ্ছিন্ন দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে। পাশে উল্টে পড়ে আছে বাসটি। বাসের ছাদটি দুমড়ে-মুচড়ে গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটি সরাতে ক্রেন দরকার।
জেলা পুলিশ প্রধান জানিয়েছেন, বাসের যাত্রীরা বৌদ্ধ ধর্মাবলম্বীর সমাপ্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য চা চোয়েং সাও প্রদেশের একটি মন্দিরে যাচ্ছিলেন। রাজধানী ব্যাংকক থেকে রওনা হওয়ার দুই ঘণ্টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
থাইল্যান্ডে এই ধরনের মারাত্মক দুর্ঘটনাগুলো প্রায়ই ঘটে। বিশ্বের সবচেয়ে মারাত্মক রাস্তাগুলোর তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। এছাড়া দ্রুতগতি, মাতাল ড্রাইভিং এবং দুর্বল আইন প্রয়োগের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সূত্র : বিবিসি, রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থাইল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ