Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে ধর্ষকদের বিচারের দাবীতে মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:৫০ পিএম

‘গ্রেপ্তার ফাঁসি কিছু নয়, ধর্ষকদের সবার সামনে হত্যা চাই’ এমন স্লোগান নিয়ে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বাউফলের সচেতন শিক্ষার্থী জনতা। আজ রবিবার সকাল ১০ টায় বাউফল পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধন কর্মসূচীতে বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। ধারাবাহিক ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে দ্রুত বিচারের দাবীতে প্রতিবাদী ওই মানববন্ধনে বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনি ছাত্র তানবীর, লিয়ন, তানজিম রহমান সাদ ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী ইসরাত জাহান জুই বক্তব্য রাখেন। পরে একই স্থানে সারা দেশ ব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণ ঘটনার মূল অপরাধী এবং ধর্ষকদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছেন পুলকিত বাউফল অনলাইন নামে একটি সামাজিক সংগঠন। এ সময়ে বিশিষ্ট সমাজসেবক ও ক্রিয়াবিদ আপেল মাহমুদ ফিরোজ, কাছিপাড়া কলেজের সহকারি অধ্যাপক শাহরিয়ার রিয়াজী মিতু, ছাত্রদলনেতা স্ইফুল ইসলাম ঝুরন, শফিকুর রহমান শিমুল, ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রুবেল ও পৌর কাউন্সিলর সামছুন্নাহার রিপা বক্তব্য রাখেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ