Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে পাশ-পারমিট চালু রাখার দাবীতে জেলেদের মানববন্ধন

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:২৬ পিএম

বঙ্গোপসাগর ও উপকূলীয় নদ নদীতে মা ইলিশ ধরা বন্ধে ২২ দিনের অবরোধের সময় সুন্দরবনে পাশ-পারমিট চালু রাখার দাবীতে মানববন্ধন করেছে শরণখোলার মৎস্যজীবি-জেলে পরিবার। রোববার সকালে শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলে ও তাদের পরিবার পরিজন নিয়ে অংশগ্রন করেন। পরে তারা প্রধান বন সংরক্ষক, বাগেরহাট জেলা প্রশাসক ও সুন্দরবণ পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বরাবরে একটি পত্র প্রেরন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মৎস্যজীবি নেতা এমাদুল হক শরিফ, সোলায়মান ফরাজী, জাহাঙ্গীর হোসেন, এসএম মাহাবুব হোসেন সেলু প্রমুখ। জেলে নেতারা জানান, সুন্দরবনে আমরা যারা মৎস্য আহরন করে জীবিকা নির্বাহ করি তারা কেউ ইলিশের জেলে নই। আমরা সাধারণ জেলেরা চরপাটা, চরগড়া ও বড়শি দিয়ে চিংড়ি, পারশে, দাতনে, কাইনসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে থাকি। এসব মাছ প্রজননের জন্য ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে চলতি বছরের জুলাই ও আগস্ট দুই মাস পাশপারমিট বন্ধ রেখেছে। এছাড়া কয়েক দফা বৈরী আবহাওয়ায় পড়ে মাছ ধরতে যেতে পারিন নাই। কেবল আবহাওয়া অনুকূলে আসায় মাছ ধরার মৌসুম শুরুর সময় মা ইলিশ ধরা বন্ধের অজুহাতে সুন্দরবনেও পাশ-পারমিট বন্ধ করা হলে আমাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হবে। যেহেতু বঙ্গোপসাগর ও উপকূলীয় নদ নদীতে ইলিশ বিচরন করে তাই মা ইলিশ ধরা বন্ধে ২২ দিনের অবরোধের সময় সুন্দরবনে পাশ-পারমিট চালু রাখার দাবী জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ