রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মেঘনা নদীর রামপ্রসাদের চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের পর এলাকার শত শত নারী ঝাড়– মিছিল বের করে। গতকাল অবৈধ বালুমহল বন্ধের প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদেরচর এলকায় মেঘনা নদীর মোহনায় কতিপয় আ.লীগের নামধারী ব্যক্তিরা দিনে রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এই বালু উত্তোলনের ফলে ফসলি জমি ঘর-বাড়ি নদীতে বিলীনের শঙ্কায় এলাকাবাসী মানবন্ধন করেন। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় চালিয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা আব্দুল লতিফ সরকার। বক্তব্য রাখেন মেঘনা উপজেলা আ.লীগ নেতা মো. হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান সালাম, উপজেলা কৃষক লীগ নেতা জয়নাল ভান্ডারি প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।