মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিপাইনের জনাকীর্ণ এক কারাগারে শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে নয় কারাবন্দি নিহত হয়েছে। গত কয়েক বছরের মধ্যে দেশটির কারাগারে এত ভয়াবহ সংঘর্ষ আর হয়নি। শুক্রবার ভোরের আগে মানালির নিউ বিলিবিড কারাগারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এটি ফিলিপাইনের বৃহত্তম কারাগার, যেটির ধারণক্ষমতা ছয় হাজার হলেও বন্দি রয়েছে ২৮ হাজারেরও বেশি। ফিলিপাইনের ব্যুরো অব কারেকশনসের মুখপাত্র গ্যাব্রিয়েল চাকলাগ বলেন, আমরা এখন পর্যন্ত নয়টি মরদেহ উদ্ধার করেছি। মূলত উভয় পক্ষ সংঘর্ষে পরস্পরকে ধারালো বস্তু দিয়ে আঘাত করে। এতেই তাদের মৃত্যু হয়। চাগলাক আরো বলেন, কারাগারে প্রায় ছয় হাজার বন্দির একটি ব্লকে এ সংঘর্ষে আরো বেশ কয়েকজন আহত হয়। ঠিক কী কারণে সংঘর্ষ শুরু হয়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চাগলাকের মতে, কারাগারে যে কোনো বিষয় নিয়ে প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। ফিলিপাইনের কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষ খুবই সাধারণ ঘটনা। তবে পর্যাপ্ত স্থান সংকুলান না হওয়া ও ধীরগতির বিচার ব্যবস্থার কারণে ধারণক্ষমতার কয়েক গুণ বন্দিকে দীর্ঘ সময় ধরে কারাগারে অবস্থান করতে হয়। ফলে বন্দিদের মধ্যেই বিভিন্ন দল গড়ে ওঠে, যারা সংঘর্ষে জড়ায়। কিন্তু সাম্প্রতিক সময়ের মধ্যে এত ভয়াবহ সংঘর্ষ আর হয়নি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।