পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইয়েমেনের বিশিষ্ট মানবাধিকারকর্মী এবং নোবেল শান্তি পদকজয়ী ইসলাম বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁয়ের বক্তব্যের নিন্দা করেছেন। তাওয়াক্কল কারমান টুইটারে লিখেছেন, ‘ইসলামের উপর ম্যাখোঁর আক্রমণ অসহিষ্ণুতা এবং ঘৃণার বহিঃপ্রকাশ যা ফ্রান্সের মতো রাষ্ট্রের প্রধানের জন্য লজ্জাজনক’। তিনি আরও যোগ করেন যে, ‘ধর্ম সংস্কার করা ম্যাখোঁর উদ্বেগ নয়, অন্তত সমস্ত ইসলামের জন্য নয়। শুধুমাত্র মুসলমানরা এটি নিয়ে উদ্বিগ্ন এবং তারা তা করবে’। কারমান ফরাসী নেতাকে তার ধর্ম অনুসরণকারী নাগরিকদের একটি নির্দিষ্ট অনুপাতের বিরুদ্ধে উসকানির চেয়ে শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতার সাথে ইসলাম সম্পর্কে কথা বলার আহŸান জানিয়েছেন।
তিনি আরও যোগ করেন, ‘একদল ধর্মান্ধ লোকের ভোট টানতে ম্যাখোঁ মুসলিম এবং তাদের ধর্মের বিরুদ্ধে তার দায়িত্বজ্ঞানহীন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন’। গত শুক্রবার, ম্যাখোঁর বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয় যখন তিনি বলেন যে, ‘ইসলাম এমন একটি ধর্ম যা আজ [শুধু ফ্রান্সেই নয়] সারা বিশ্বে সঙ্কটে রয়েছে’। সূত্র : মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।