মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স শেখ মেশাল বললেন, নীতি হবে শান্তি ও গণতান্ত্রিক।দেশটির নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ নতুন ক্রাউন প্রিন্স হিসেবে বুধবার তার নাম প্রস্তাব করেন। বৃহস্পতিবার পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়। -আল জাজিরা, কেইউএনওয়াই
ভাই শেখ সাবাহ আল আহমদের মৃত্যু হওয়ার পর কুয়েতের নতুন আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন শেখ নওয়াফ। তার বয়স ৮৩ বছর। বয়স ও অনাড়ম্বর জীবনযাপনের কারণে দায়িত্বের একটা বড় অংশ পেতে পারেন শেখ মেশাল আল আহমাদ আল সাবাহ। তার বয়স ৮০ বছর। ২০০৪ সালে তিনি ন্যাশনাল গার্ডের উপপ্রধান হন। ১৩ বছর ধরে দেশটির নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন তিনি।
প্রস্তাব পাস হওয়ার কিছু সময় পরই পার্লামেন্টে প্রবেশ করেন ক্রাউন প্রিন্স। পরে তিনি টেলিভিশনে ভাষণ দেন। তিনি বলেন, কুয়েত আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিজ্ঞা মেনে চলবে। বিভিন্ন ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ বাড়াতে এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সহনশীল মনোভাব প্রচারের আহ্বান জানিয়েছেন। বড় দুই প্রতিবেশী সউদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধি বাড়াতে জোর দিচ্ছে কুয়েত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।