Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে সাংস্কৃতিক কর্মীদের মানবন্ধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ৪:২৯ পিএম

দেশব্যাপী সংঘঠিত নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ধর্ষক এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানামোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চালাকালে সারা দেশে সংঘঠিত সকল নারী নির্যাতন ও ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন, চিন্তক থিয়েটারের সভাপতি বাবুলাল চৌধুরী, ছন্দ সঙ্গীত নিকেতনের পরিচালক ফারুক হোসেন ছন্দ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা, গোবিন্দগঞ্জ বিএনসিসির ক্যাপ্টেন ইব্রাহিম খলিল, সাংস্কৃতিকর্মী বন্যা রায়, নাট্যকর্মী মিনহাজুল তালুকদার রোমান, গোবিন্দগঞ্জ প্রতিবন্ধি উন্নয়ন কেন্দ্রের মহিলা বিষয়ক সম্পাদিকা জুথিকা আকতার জ্যোতি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ