বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুলিশী বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির শান্তিপূর্ন মানববন্ধন কর্মসুচী পন্ড হয়েছে। দেশ জুড়ে নারী ও শিশু ধর্ষন এবং নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচীর অংশ গতকাল বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি’র মানববন্ধন আহবান করে। সকাল ১০টায় শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে নেতাকমীরা জড়ো হলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে তাদের কয়েকটি ব্যানার, ফেষ্টুন ছিড়ে ফেলে। এসময় পুলিশের সাথে জেলা বিএনপি’র নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। বাধায় পন্ড হয়ে যায়। এসময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবিএম মোমিনুল হত আহত হয়। এসময় জেলা পরিষদ মার্কেট এলাকায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে তীব্র উত্তেজনা দেখা দেয়। মানবন্ধনে বক্তব্য রাখে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জহিরুল হক খোকন। উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবদল সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ, ছাত্রদল সভাপতি শেখ হাফিজ উল্লাহ, সাধারন সম্পাদক ফুজায়েল চৌধুরী প্রমুখ। শান্তিপূর্ন মানববন্ধনে পুলিশী বাঁধার তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্ষনের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্সে রয়েছে। অনতিবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।