বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনানীতে সমুদ্র সৈকত দখল করে বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
৭ অক্টোবর দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাপার সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল,সিভিল সোসাইটিজ ফোরামের সম্পাদক আ ন ম হেলাল উদ্দিন, প্রফেসর আনোয়ার, সমীর পাল, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত, জাপা নেতা মফিজুর রহমান মফিজ, রুহুল আমিন সিকদার, আমরা কক্সবাজারবাসির সমন্বয়ক কলিম উল্লাহ ও এএইচ নজরুল প্রমুখ।
বক্তারা বলেন জীবন বাজি রেখে কক্সবাজার তথা দেশের অহংকার পৃথিবীর দীর্ঘতম সৈকত খণ্ডিত করতে দেয়া হবে না। এখনো সময় আছে দেশের স্বার্থে এ অবৈধ বাঁধ নির্মাণ বন্ধ করু। রাষ্ট্রের প্রয়োজন আইন মেনে সৈকতের ক্ষতি না হয় এমন জায়গায় জেটি করলে কারো আপত্তি থাকবেনা। এতে কক্সবাজারবাসি সহযোগিতা করবে।
জানা গেছে, ২০২১ সালে একটি নৌ মহড়ার জন্য ইনানীর হোটেল রয়েল টিউলিপ সোজা সৈকত দ্বিখণ্ডিত করে এই বাঁধ তেরী করা হচ্ছে। এর পেচনে হোটেল রয়েল টিউলিপ কর্তৃপক্ষের ভূমি দস্যুতা কাজ করছে এমন অভিযোগে পরিবেশ বাদী সংগঠন ও সাংবাদিকেরা এর প্রতিবাদে নেমেছে।
উল্লেখ্য কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তর কারো কোন অনুমোদন না থাকায় বিষয়টি রহস্যের সৃষ্টি করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।