Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে শেরপুরে প্রতিবাদী সমাবেশ

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১:৪৬ পিএম

দেশের বিভিন্নস্থানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সহিংসতা প্রতিরোধের দাবীতে শেরপুরে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাগরিক প্লাটফর্ম জন উদ্যোগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

এসময় বক্তব্য রাখেন, মানবাধিকারকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, উদিচির সভাপতি অধ্যাপক তখন সারোয়ার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জনউদ্যোগের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক হাকিম বাবুলসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা, দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। ধর্ষকের ফাঁসির বিধান কার্যকর করা এবং ইতোপূর্বে ঘটে যাওয়া প্রতিটি ধর্ষণের দ্রুত বিচার কাজ শেষ করে শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবশে বিভিন্ন সামাজিক সংগঠন অংশ গ্রহণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ