Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৩:১৯ পিএম

সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেয়া এবং দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাসিরনগরের পাবলিকিয়ান ও সচেতন ছাত্রসমাজের ব্যানারে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোর্শেদ আলম,শ্রীকৃষ্ণ চিত্রনন্দী,জুবায়ের হোসেন,জয়ন্ত দেব, নুসরাত জাহান ফাতেমা,আকলিমা আখিঁসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা এসব ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে নাসিরনগরের পাবলিকিয়ানের উদ্যোগে কলেজ মোড় থেকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ