Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ১:১৭ পিএম

ধর্ষণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট মুখরিত হয়ে ওঠে। ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন সংগঠন জড়ো হয়। সেখানে তারা বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থী ও সাধারন মানুষ। সবারই একটি দাবি ছিল এমন ঘটনা আর যেন না ঘটে। কঠোর শাস্তি দিতে হবে ধর্ষক নিপীড়নকারীদের। বিক্ষোভকে কেন্দ্র করে সেখানে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। সমাবেশে উপস্থিত সবার একই দাবি ধর্ষণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর ধর্ষকদের কঠোর শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এই ধরনের জঘন্য কাজ করার সুযোগ না পায়।



 

Show all comments
  • Anwar Ashraf ৬ অক্টোবর, ২০২০, ২:১৯ পিএম says : 0
    মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই়, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ