Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে ধর্ষকের মৃত্যুদন্ড আইন চেয়ে মানববন্ধন

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ১২:৪৩ পিএম

রামগড়ে 'আমার উদ্যোগ' ব্যানারে মাওলানা আবদুল হান্নান মনসুর এর একক উদ্যোগে দেশব্যাপী ধর্ষণ বিরোধী প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন চেয়ে রামগড়ে প্রতিবাদের উদ্যোগ নিলে তার সাথে সংহতি প্রকাশ করে কিছু যুবক একত্রিত হলে তা মানববন্ধনে রুপ নেয়।

মঙ্গলবার সকাল ১০টায় রামগড় বাজার ওয়াপদা সংলগ্ন রামগড় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরো বক্তব্য রাখেন, রামগড় বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন রাজু, মাও: কাজী মহিব্বুল্যাহ সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ধর্ষণ একটি ব্যাধিতে পরিণত হয়ে গেছে। প্রতিদিন সংবাদমাধ্যমে ধর্ষণের খবর পাওয়া যায়। এটা কোন শান্তি প্রিয় দেশে হতে পারে না। ধর্ষকদের অন্যকোন পরিচয় নেই সে একজন ধর্ষক। এ সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন চেয়ে তা কার্যকর করার দাবি জানান বক্তরা।

মানববন্ধন আরো উপস্থিত ছিলেন, নুর ইসলাম ফারভেজ, মাও: রহমত উল্যাহ, ফোরকান চৌধুরী, মহিব্বুল্যাহ চৌধুরী, মো: নুরুন নবীসহ আরো অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ