রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙনরোধে স্থায়ী সমাধান ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুর্নবাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভ‚রুঙ্গামারী উন্নয়ন সংস্থা নামক একটি সংগঠন। গত শনিবার সকালে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে কলেজ মোড় পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় সংস্থার সভাপতি প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনারা মীরা, সংস্থার সম্পাদক ফকরুজ্জামান জেট, মুক্তিযোদ্ধা ওসমান গণি, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহেল বাকী, প্রভাষক আজিজুর রহমান স্বপন, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি প্রমুখ।
বক্তারা দুধ কুমার ও সংকোশ নদের ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের প্রস্তাবিত ৭শ’ ১৪ কোটি টাকার ২৬ কিলোমিটার বাঁধ নির্মাণ এবং ভাঙন কবলিত পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পুর্নবাসনের দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।