Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলারুশের ৪০ কর্মকর্তার ওপর ইইউর নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০৮ এএম

ভোট জালিয়াতির অভিযোগে বেলারুশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশনের প্রধানসহ ৪০ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এই তালিকার বাইরে রয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো। ইইউ কার্যালয়ের এক জার্নালে একথা জানানো হয়েছে। ইইউর এই নিষেধাজ্ঞার জবাবে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো সরকারও পালটা পদক্ষেপ নিয়েছে। বেলারুশে প্রবেশ নিষিদ্ধ করে কয়েক জনের একটি তালিকা তৈরির ঘোষণা দিয়েছে তারা। একই সঙ্গে দেশটিতে থাকা সকল বিদেশি সাংবাদিকদের পরিচয়পত্রকে বাতিল করেছে সরকার। দেশটিতে বিদেশি সাংবাদিকদের কাজ করতে হলে নতুন সরকারের বেঁধে দেওয়া নিয়ম মেনে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। ইইউ নেতারা নিষেধাজ্ঞার তালিকায় থাকা ৪০ জনের যে নাম প্রকাশ করেছে তাতে বেলারুশের র্যাপিড রেসপন্স ফোর্সের কমান্ডারসহ অন্য নিরাপত্তা কর্মকর্তা এবং জেল পরিচালকদের নাম আছে। নিষেধাজ্ঞার আওতায় এই কর্মকর্তাদের ইইউ দেশগুলোতে ভ্রমণ নিষিদ্ধ হওয়া ছাড়াও তাদের সম্পদ জব্দ হবে। গত মাসে বেলারুশের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দলের ব্যাপক কারচুপি এবং বিরোধীদের গণবিক্ষোভের মুখে এর আগে বেলারুশের প্রেসিডেন্টসহ সাত জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য ও কানাডা সরকার। রয়টার্স, বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ