Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের প্রশাসনের সমালোচনায় কিম

ট্রাম্পের দ্রুত সুস্থতা প্রত্যাশা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ১২:১৫ এএম

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেছেন। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর পুনর্নির্মাণ কর্মকান্ডে নিজের প্রশাসনের সমালোচনা করেছেন তিনি। শুক্রবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম রডং সিনমুন এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গ্রাম কিমহোয়া জেলা পরিদর্শনকালে বন্যা পরবর্তী সংস্কার কার্যক্রমের গতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন কিম জং উন। উন এ সময় বলেছেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ‘নজিরবিহীন কঠিন সময় যাবে চলতি বছর।’ কিম জং উন অবশ্য বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর নকশার সমালোচনা করেছেন। তিনি এগুলো ‘একঘেয়ে’ উল্লেখ করে আফসোস করেছেন। নিজের প্রশাসনের এ ধরনের সমালোচনা অবশ্য উনের জন্য বিরল। সফরকালে উনের সঙ্গে ছিলেন তার বোন কিম ইও জং। এই সুবাদে দুই মাস পর উনের বোন প্রকাশ্যে এলেন। কিম ইওকে উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ ক্ষমতাশালী বলে মনে করা হয়। অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার সুস্থতা কামনা করে একটি বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কোরিয়ান কেন্দ্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) বলছে, ট্রাম্প ও ফাস্টলেডি মেলানিয়ার প্রতি সহানুভ‚তি জানিয়েছেন তিনি। কিমের আন্তরিক প্রত্যাশা, মার্কিন প্রেসিডেন্ট দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তারা নিশ্চিতভাবে করোনাকে জায় করবেন। তিনি তাদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। রডং সিনমুন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিম

১৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ