প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
র্যাপার কানিয়ে ওয়েস্ট কিম কার্ডাশিয়ানের সঙ্গে সন্ধি করার জন্য মরিয়া হয়ে কিম যে সড়কের পাশে থাকেন তারই এক পাশে সাড়ে চার মিলিয়ন ডলারে একটি বাড়ি কিনে নিয়েছেন। এই সাবেক দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র ‘এন্টারটেইনমেন্ট উইকলি’ সাময়িকীকে বলেছে, ‘কানিয়ে কিমের বড়ির কাছে একটি বাড়ি কেনার চেষ্টা করছিলেন মনেপ্রাণে, যাতে তিনি পরিবারের কাছাকাছি থাকতে পারেন। কানিয়ে জানতে পারেন কিমের মহল্লায় একটি বাড়ি বিক্রি হবে। কানিয়ে মনে করেন কাছে থেকে সন্তানদের দেখাশোনা করা সহজ হবে।’ কিম বর্তমানে কমেডি তারকা পিট ডেভিডসনের সঙ্গে ডেট করছেন। সাম্প্রতিক কয়েক সপ্তাহে তাদের সম্পর্ক আরও অন্তরঙ্গ হয়েছে বলে জানা গেছে। কিম আর পিট এই বছরের শুরু থেকে ডেট করছেন। ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানকে এক সূত্র বলেছে, ‘কিম আর পিট তাদের সম্পর্কের ব্যাপারে এখন আরও মনোযোগী। তাদের অন্তরঙ্গতা অবশ্যই দ্রুত এগোচ্ছে। তারা পরস্পরের সান্নিধ্য উপভোগ করছেন। তারা তাড়াহুড়া করতে চাইছেন না। তারা পরস্পরের প্রতি আকৃষ্ট এটা ঠিক।’ কিম-কানিয়ের চার সন্তানের মধ্যে দুই কন্যা নর্থ (৮) ও শিকাগো (৪) এবং দুই পুত্র- সেইন্ট (১ বছর) ও সাম (২ বছর)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।