Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিছু মার্কিন রাজনীতিবিদ মিথ্যাবাদী-ধাপ্পাবাজ : চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ১২:১৫ এএম

লাখো কন্যাশিশুকে হত্যায় ওয়াশিংটন জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বেইজিংকে দায়ী করার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মনগড়া মিথ্যা বলার অভিযোগ তুলেছে চীন। এছাড়া যুক্তরাষ্ট্র ফের বিশ্বকে জঙ্গলের যুগে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও চীনের অভিযোগ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে। চীন বলছে, যুক্তরাষ্ট্র সময়ের স্রোতের বিপরীতে চলছে। তারা বর্তমান আন্তর্জাতিক শৃঙ্খলা ধ্বংস করে দিচ্ছেন। তারা বিশ্বকে বন্য যুগে ফিরিয়ে নিতে চাচ্ছে। মার্কিন শিক্ষামন্ত্রী বেটসি ডেভোস যে অভিযোগ তুলেছে, তাতে দুঃখ প্রকাশে করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। ১৯৯৫ সালের ঐতিহাসিক নারী সম্মেলনের বার্ষিকী উদযাপনে বৃহস্পতিবার জাতিসংঘেরর সাধারণ অধিবেশনের বৈঠকে যুক্তরাষ্ট্র এই অভিযোগের কথা জানিয়েছে। ইউএনএফপিএ’র নির্বাহী পরিচালক নাতালিয়া কানেম সাংবাদিকদের বলেন, নারীর বিরুদ্ধে যে কোনো ধরনের জবরদস্তি আমাদের নীতি ও প্রথার বিরোধী। এর আগে ২০১৭ সালে ইউএনএফপিএ’র তহবিল কাটছাঁট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন শিক্ষামন্ত্রী ডেভোস ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একটি বিবৃতি দেন। তাতে তারা বলেন, উইঘুর মুসলমানদের জোরপ‚র্বক গর্ভপাত ও ভ্রুণ হত্যায় বাধ্য করছে চীন। এছাড়াও মুসলমানদের অনিচ্ছা সত্তে¡ও শরীরে জন্মনিয়ন্ত্রণ ডিভাইস বসিয়ে দেয়া হচ্ছে। নিউইয়র্কে চীনের জাতিসংঘ মিশনের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের এসব মন্তব্য নিছকই মনগড়া। কিছু মার্কিন রাজনীতিবিদ স্বভাবগত মিথ্যাবাদী ও ধাপ্পাবাজ। ‘তারা বিদ্বেষপ‚র্ণভাবে রাজনৈতিক বিরোধ তৈরি করছেন আর বহুপাক্ষিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করছেন।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ