Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কুয়েতের আমীরের ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ৮:৪৯ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আধুনিক কুয়েতের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, উপসাগরীয় দেশগুলোর স্পন্দিতহৃদয়, আল-জাবের আল-সাবাহ এর মৃত্যুতে আমরা দুঃখ প্রকাশ করছি। আজ আমরা একজন বড় ভাই, একজন জ্ঞানী ও ব্যতিক্রমধর্মী এবং "মানবতার" নেতাকে হারিয়েছি। তিনি শান্তি ও সৎ কর্মের দৃষ্টান্ত ছিলেন। ভ্রাতৃত্বের কুয়েত পরিবার ও প্রিয়জনদের প্রতি এবং সমস্ত আরব জনগণের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি। আমরা আল্লাহর কাছে তাঁর জন্য ক্ষমা ও জান্নাত প্রার্থণা করছি। আমিন! শেখ নাওয়াফ আল আহমদ আল-জাবের আল-সাবাহকে কুয়েতের নতুন আমীর ঘোষিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পীর সাহেব চরমোনাই। কুয়েতের নতুন আমীরের সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে কুয়েত আরো উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। তিনি মুসলিম বিশ্বসহ বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করবেন এবং মধ্যপ্রাচ্যসহ মুসলিম উম্মাহর সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ