পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
বেশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের ধাক্কা সামলে তুরস্কে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চাহিদা। ফলে চলতি বছর দেশটির অর্থনীতি সংকোচন এড়াতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আগামী বছর তুরস্কের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। খবর বøুমবার্গ। মঙ্গলবার তুরস্কের ট্রেজারি ও অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক মাঝারি মেয়াদি লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন। এ ঘোষণা অনুযায়ী, প্রবৃদ্ধির উন্নতির প্রেক্ষাপটে দেশটির ভোক্তা ম‚ল্যস্ফীতি জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া দাপ্তরিক প‚র্বাভাসের ওপরে অবস্থান করবে। অর্থনীতির এ ইতিবাচক দৃষ্টিভঙ্গির ম‚লে রয়েছে নীতিনির্ধারকদের আশাবাদ। তারা আশা করছেন, ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে গিয়ে তাদেরকে সম্ভবত দেশটির ৭৫ হাজার কোটির অর্থনীতির কার্যক্রমের খুব বড় অংশ বন্ধ করে দিতে হবে না। তাছাড়া চলতি প্রান্তিকে সরকার সমর্থিত ঋণ কার্যক্রমের ঊর্ধ্বগতিও এক্ষেত্রে আশার সঞ্চার করেছে। ইস্তাম্বুলে আলবায়রাকের নতুন অর্থ নেতিক কর্মস‚চির উপস্থাপনায় বেশকিছু বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিষয়ে প‚র্বাভাস। এক্ষেত্রে চলতি বছর তুরস্কের জিডিপির প্রবৃদ্ধি দেখানো হয়েছে শ‚ন্য দশমিক ৩ শতাংশ। এছাড়া সার্বিক অর্থ নেতিক পরিস্থিতি বিবেচনায় ২০২১ সালে জিডিপি প্রবৃদ্ধির প‚র্বাভাস দেয়া হয়েছে ৫ দশমিক ৮ শতাংশ। তবে মহামারী যদি প্রত্যাশার চেয়ে অধিক সময় স্থায়ী হয়, তবে প্রবৃদ্ধি কমতে পারে। এক্ষেত্রে আগামী বছর জিডিপির প্রবৃদ্ধির আশা করা হচ্ছে ৩ দশমিক ৭ শতাংশ। এছাড়া ম‚ল্যস্ফীতির হার ২০২০ সালের শেষ নাগাদ ১০ দশমিক ৫ শতাংশ এবং আগামী বছর ৮ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। এর আগে জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক ম‚ল্যস্ফীতির এ প‚র্বাভাস দিয়েছিল যথাক্রমে ৮ দশমিক ৯ ও ৬ দশমিক ২ শতাংশ। বøুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।