Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট এমসি কলেজে গনধর্ষন এর প্রতিবাদ ও বিচারের দাবিতে মাগুরায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ১:৪৬ পিএম

ইসলামী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখা বৃহস্পতিবার সকালে সিলেট এমসি কলেজে গনধর্ষনসহ সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী সহিংসতার প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন করেছে। মাগুরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন বক্তব্যে বলেন, সারাদেশে ধর্ষন মহামারীতে রূপ নিয়েছে। গত জানুয়ারী থেকে আগস্ট পর্যন্ত ধর্ষনের শিকার হয়েছে ৮৮৯ জন। ২০১৫ সালে ৮৪৬, ২০১৬ সালে ৭২৪ , ২০১৭ সালে ৮১৮, ২০১৮ সালে ৭৩২, ২০১৯ সালে ১৪১৩ জন ধর্ষনের শিকার হয়েছে। এসব ধর্ষনের মাত্র ৩ শতাংশ অপরাধিরা শাস্তি পায়। ৯৭ শতাংশ ধর্ষকই শাস্তির বাইরে থেকে যাচ্ছে। তিনি ধর্ষকদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন এতে বিলম্ব হলে ধর্ষনের ধারা বাড়তে ধারা বাড়তে থাকবে। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,জেলা সহ সভাপতি আব্দুর রহমান আল মাহফুজ,জেলার সাবরক সভাপতি আরাফাত হোসেন আরজু, সাবরক সভাপতি তাজুল ইসলাম,জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, প্রশিক্ষক সম্পাদক ইসরাফিল বিন সাইদ, অর্থ সম্পাদক আবু হানিফ,দপ্তর সম্পাদক মামুন হোমেন প্রমুখ। বক্তারা বলেন ধর্ষনের কারণে ছাত্রলীগ ধর্ষন লীগে পরিনত হয়েছে। এ অবস্থার পরিবর্তন নাহলে জনগন এ সরকারকে ক্ষমতাচ্যুত করবে।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ