Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্মেনিয়াকে দখলদারিত্ব বন্ধ করতে হবে : এরদোগান

আজারবাইজানে আগ্রাসনের নিন্দা ওআইসি’র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজারবাইজানের ভূখন্ডে আর্মেনীয় আগ্রাসনের নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর জোট ওআইসি। সোমবার জোটের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে বিদ্যমান সংঘাতের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার তাগিদ দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ওআইসি আর্মেনীয় সামরিক বাহিনীর দফায় দফায় উসকানি ও আগ্রাসনের তীব্র নিন্দা জানায়। একইসাথে আমরা আজারবাইজানের প্রতি আমাদের সংহতি পুনর্ব্যক্ত করছি। বিবৃতিতে বলা হয়, আর্মেনিয়া যেভাবে আজারবাইজানের বিভিন্ন এলাকায় আগ্রাসন অব্যাহত রেখেছে তাতে ওআইসি গভীর উদ্বেগের সাথে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং এতে করে বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনা ঘটছে। বিবৃতিতে আরও বলা হয়, আজারবাইজানের যে ভূখন্ড আর্মেনিয়া দখল করে রেখেছে সেখান থেকে তাদের সরে যাওয়ার আহবান জানাচ্ছে ওআইসি। একইসাথে আলোচনার মাধ্যমে বিদ্যমান সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে নেওয়ার আহবান জানানো হচ্ছে। এদিকে আজারবাইজানের ভূখন্ডে আর্মেনীয় দখলদারিত্ব বন্ধের আবান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সোমবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। অন্যদিকে বিদ্যমান সংঘাত থেকে তুরস্ককে দ‚রে রাখতে আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহŸান জানিয়েছে আর্মেনিয়া। এরদোগান বলেন, আর্মেনিয়া কর্তৃক কারাবাখ দখলের মাধ্যমে এ অঞ্চলে যে সংকট শুরু হয়েছিল অবশ্যই তার অবসান ঘটাতে হবে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আর্মেনিয়াকে অবশ্যই অবিলম্বে আজারবাইজানের ভ‚খÐ ছাড়তে হবে। এর মাধ্যমেই এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। এর আগে আজারবাইজানের বিরুদ্ধে আর্মেনিয়ার হামলাকে উসকানি হিসেবে আখ্যায়িত করেছে তুরস্ক। দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ায় আর্মেনীয়দের প্রতি দেশটির শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহŸান জানিয়েছেন এরদোয়ান। তিনি বলেছেন, যেসব নেতারা আর্মেনিয়াকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন এবং নাগরিকদের পুতুলের মতো ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে আর্মেনীয়দের রুখে দাঁড়ানো উচিত। টুইটারে এরদোগান লিখেছেন, দখল ও নির্মমতার বিরুদ্ধে বিশ্বকে আজারবাইজানের পাশে থাকার আহŸান জানাচ্ছি। আল-জাজিরা, ইয়েনি সাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ