গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
পারিবারিক কলহের জেরে রাগ করে বাসা থেকে বের হন ফয়সাল। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি বাসার লোকজন। সোমবার সকালে খবর পেয়ে রাজধানীর গুলশান লেক থেকে মাহফুজ জামান ফয়সাল (২৮) লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ফয়সাল উত্তর বাড্ডা গার্লস স্কুল এলাকার মনিরুজ্জামান ভুঁইয়ার ছেলে। মহাখালীতে একটি মোটর পার্টসের দোকানে কাজ করতেন তিনি।
গুলশান থানার এসআই মো. মশিউর রহমান জানান, গত রবিবার রাতে পারিবারিক কলহের জেরে রাগ করে বাসা থেকে বের হন ফয়সাল। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি বাসার লোকজন। সকালে খবর পেয়ে গুলশান লেক থেকে ফয়সালের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।