মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টাকার অংক সংখ্যায় কম। তবে পরের হক। তাছাড়া মানুষ মানুষের জন্য দায়িত্ববোধ ও মহানুবতা বলে কথা। আমিরাত থেকে বাংলাদেশে ফেরত আসা জেসমিন ফকরি (৪২) নামে এক মহিলা গৃহর্কমীর হারানো ৭শ’ দিরহাম দেশে পাঠিয়ে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন আরব আমিরাতের আজমান প্রদেশের আল মদিনা ক¤িপ্রহেনসিভ পুলিশ স্টেশনের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ওমর মুসাবাহ আল কাবি। এ তথ্য জানিয়েছে আমিরাতের খালজি টাইমস।
জানা গেছে, জেসমিন ফকরি তার প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষের কাছ থেকে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করে দেশে ফেরার আগে তার ওয়ালেটটি হারিয়ে যায়। তাতে ৭শ’ দিরহাম ছিল। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৩শ’ টাকা।
এদিকে তার হারিয়ে যাওয়া ওয়ালেটটি এক ব্যক্তি পেয়ে পুলিশ স্টেশনে জমা দেন। এরপর অর্থের মালিককে তা ফেরত দেয়ার লক্ষ্যে দীর্ঘ তিন মাস সার্চ মিশন চালান এ পুলিশ র্কমর্কতা। না দেয়া পর্যন্ত যেন স্বস্তি পাচ্ছিলেন না তিনি। তিনি বলেন, আমার মনে হয়েছে এ ৭শ’ দিরহাম ওই মহিলার কষ্টার্জিত অর্থ। অন্যের কাছে সামান্য হলেও ওই মহিলার কাছে অনেক। তিনি আরো বলেন, আমি ওই মহিলার ওয়ালেটে নগদ অর্থ, আমিরাতের একটি আইডি ও জীর্ণশীর্ণ এক টুকরো কাগজ পাই। তবে কাগজে এলোমেলোভাবে কিছু টেলিফোন নম্বর ছিল। সে নম্বরের সূত্র ধরে গত দু’সপ্তাহের মাথায় এক পর্যায়ে জেসমিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।
এদিকে বাংলাদেশে থাকা জেসমিন আমিরাতের আজমান পুলিশ অফিসারের ফোন পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন। অথচ তিনি তার হারানো অর্থের ব্যাপারে পুলিশ স্টেশনে কোন রিপোর্টও করেননি। কারণ তার হারানো ৭শ’ দিরহাম ফিরে পাবেন এমন আশাই ছিল না তার। হারানো অর্থ ফেরত পাওয়ায় খুব খুশি এবং পুলিশ অফিসারের মহানুবতায় তাকে মোবারকবাদ জানান জেসমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।