Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিবাসী রোখার প্রস্তাব গণভোটে পরাজিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৯ এএম

সুইজারল্যান্ডে রোববার হয়ে গেলো সেই কাক্সিক্ষত গণভোট। উদ্দেশ্য ছিল ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নাগরিকেরা সুইজারল্যান্ডে অবাধে চলাচল এবং সেখানে বসবাস ও চাকরি করতে না পারে। তবে সুইস ভোটাররা রাজনৈতিক দল সুইস পিপলস পার্টির সেই প্রস্তাবিত গণভোটকে বিপুল ব্যবধানে পরাজিত করেছে। প্রস্তাবের বিপক্ষে প্রায় ৬১ দশমিক ৭ ভাগ ভোট আর পক্ষে ৩৮ দশমিক ৩ ভাগ ভোট পড়ে। গণভোটের ফলাফলকে সাধুবাদ জানিয়ে সুইজারল্যন্ডের আইনমন্ত্রী কারিন কেলার-সুটার বলেন, করোনা মহামারির এই সময়ে অর্থনৈতিক দুঃসময়ে আমাদের প্রতিবেশী ইইউ-এর সাথে সু-সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, সুইজারল্যান্ড ইইউর সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত রাখবে। এবং তাদের সাথে অর্থনৈতিক ঘনিষ্ঠতা আরো জোরদার করবে। তবে তিনি অভিবাসনের বিষয়ে অনেক সুইস যে ভুল ধারণা পোষণ করেন তাও স্বীকার করে বলেন, চলাফেরার স্বাধীনতার কেবল সুবিধা হয় না অসুবিধাও হয়। তবে ফেডারেল কাউন্সিল যতটা প্রয়োজন কেবল ততটাই অভিবাসন চায়। আমাদের এ লক্ষ্য অব্যাহত রয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন গণভোটের ফলাফলকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে সুইজারল্যান্ডের সাথে আমাদের সম্পর্ক আরো সুসংহত ও গভীর হবে। গণভোটের ফলাফল একটা বেশ ইতিবাচক সংকেত বহন করে। জেনেভা শহরের বাসিন্দা ইয়ান গ্রোট নামের এক ভোটার বলেন, আমি কখনো চাই না ইইউ’র সাথে আমাদের ফ্রি মুভমেন্ট বন্ধ হোক, এখন তো আরো বেশি। ইইউ থেকে সুইজারল্যান্ডকে বিচ্ছিন্ন করার সময় এখন নয়। সাম্প্রতিক সময়ে সুইজারল্যান্ডে যত গণভোট হয়েছে রোববারের গণভোটের সবচেয়ে বেশি সংখ্যক ভোট প্রদান করা হয়েছে। প্রায় মোট ভোটারের ৬০ ভাগ লোক এই গণভোটে তাদের মতামত প্রকাশ করেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিবাসী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ